এই করোনা মহামারীর সময়ে একদম সম্মুখ ভাগের যোদ্ধা “ফয়সাল মাহবুব শুভ” ৷ বাংলার মানুষ যখন করোনার ভয়াল থাবায় দিশেহারা, ঠিক তখনেই পিরোজপুর জেলার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ” ফয়সাল মাহবুব শুভ” ঘরবন্ধি না হয়ে রণাঙ্গনে বেরিয়ে পরেন, করোনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। শত শত দরিদ্র মানুষের খাবার এর ব্যাবস্থা, চিকিৎসা, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনগণকে উৎসাহিত করা, মেডিসিন সরবরাহ করা, এলাকায় জীবাণুনাশক স্প্রে করা ,এলাকা ভিত্তিক জরুরি লকডাউনে সাহায্য করা, করোনায় আক্রান্ত রোগীর খোঁজখবর নেয়া সহ মানসিক মনোবল বাড়ানোর জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন ক্ষমতায় নয়, মমতায় আকৃষ্ট হয়ে রাজনীতি করি। মানুষকে সেবা করাই আমার কাজ।
তিনি আরও বলেন ‘আসল নেতা তো সে, যে বিপদে পাশে থাকে’। আর সেই মানুষটি হলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান।
মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান করোনার ক্রান্তিলগ্নে প্রথমবার পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা পাঠিয়েছিলেন। এবার ঈদ উপহার ১৮ হাজার। তিনটি উপজেলায় ৩২ হাজার। বিভিন্ন ট্রেডের ব্যাবসায়ীদের মাঝে ৫ হাজার। বিষ্ময়ের সাথে জানাচ্ছি, অদ্যাবধি ৬৯ হাজার পরিবারের দরজায় জননেত্রী শেখ হাসিনার সালাম দিয়ে ব্যাক্তিগত খরচে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। ” ফয়সাল মাহবুব শুভ” রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন ২০০২ সালে।
২০০৯ সালে সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর সাধারণ সম্পাদক এবং ২০১০ সালে সফল ভাবে ভিপি নির্বাচিত হন। এর পর ২০১১ সালে জেলা ছাত্রলীগের সভাপতি পদ অর্জন করেন। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হয়ে বাংলার মানস কন্যা শেখ হাসিনার সপ্নপুরনে, মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান এর ভালবাসায় ২০১৯ সাল থেকে পিরোজপুর জেলার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে, মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
আগামীকাল চাঁদপুরের ৫০ গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ডেঙ্গু জ্বর হলে কি করবেন ( ভিডিও সহ)
শোকাবহ ১৫ আগস্ট, আলহাজ্ব হাবিবুর রহমান মিজান শোক প্রকাশ করেন (ভিডিও সহ)
শোকাবহ ১৫ আগস্ট, অধ্যাপক ডা.উত্তম কুমার বড়ুয়ার শোক প্রকাশ (ভিডিও সহ)
শোকাবহ ১৫ আগস্ট, ডাঃ আবু রায়হান শোক প্রকাশ করেন (ভিডিও সহ)
শোকাবহ ১৫ আগস্ট, রোটারিয়ান মোঃ মোমেন সরকারের শোক প্রকাশ (ভিডিও সহ)
শোকাবহ ১৫ আগস্ট, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান মিয়া চাঁনের শোক প্রকাশ (ভিডিও সহ)
2020 Powered By bioscope24.tv II Design by DATFU